যোগীরাজ্যে আরও একবার প্রকাশ্যে এসেছে ঘৃণ্য সাম্প্রদায়িকতার দৃশ্য। নিন্দার ঝড় বইছে দেশজুড়ে। স্রেফ মুসলিম হওয়ায় এক পড়ুয়াকে তার হিন্দু সহপাঠীদের দিয়ে মার খাইয়েছেন তৃপ্তা ত্যাগী নামে উত্তরপ্রদেশের এক শিক্ষিকা! ঘটনার ভিডিও দেখে শিউরে উঠছেন প্রত্যেকে। অথচ ওই বিন্দুমাত্র অনুতাপ নেই সেই শিক্ষিকার মনে। প্রবল ঔদ্ধত্যের সঙ্গে তিনি বলেছেন, “যা করেছি বেশ করেছি। এতে আমরা একটুও আক্ষেপ নেই। আমি শিক্ষিকা হিসাবে বহু বছর এই গ্রামের মানুষের সেবা করেছি। এই গ্রামের সকলেই আমার সঙ্গে আছেন। পড়ুয়াদের নিয়ন্ত্রণ করা ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমরা এভাবেই পড়ুয়াদের নিয়ন্ত্রণ করি।”
প্রসঙ্গত, মূল ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি বেসরকারি স্কুলের। নামতা বলতে পারেনি এক মুসলিম পড়ুয়া। এর পরই ক্লাসের শিক্ষিকা নির্দেশ দেন, ওই পড়ুয়াকে মারধর করবে সহপাঠীরাই। এরপর সেই শিক্ষিকা আরও বলেন, মুসলিম মহিলারা তাঁদের সন্তানদের পড়াশোনার দিকে খেয়াল রাখেন না। সেই জন্যই মুসলিম পড়ুয়াদের পড়াশোনার মান এত খারাপ। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার পর নিন্দায় সরব হয়েছে সারা দেশ। কংগ্রেস, এআইএমআইএম-এর মতো বিরোধী দল তো বটেই; ওই শিক্ষিকার নিন্দা করেছেন প্রকাশ রাজ, স্বরা ভাস্করদের মতো সেলিব্রিটিরা। স্বাভাবিকভাবেই চাপে পড়েছে যোগী প্রশাসন।