মোদী-জমানায় মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই নেই দেশের আমজনতার। অন্যান্য খাদ্যসামগ্রীর পাশাপাশি বাজারে ডালের দামও ঊর্ধ্বগামী। কিছুদিন পরপরই বাড়ছে দাম। এর মধ্যেই নতুন একটি তথ্য দুশ্চিন্তায় রাখছে জনগণকে। গতবার খরিফে মরসুমে যে পরিমাণ জমিতে অড়হর, বিউলি এবং মুগ ডালের চাষ হয়েছিল, এবার তা চেয়ে ১০ লক্ষ হেক্টর কম জমিতে হচ্ছে। জোয়ার, বাজরা, রাগির মতো প্রধানমন্ত্রীর পছন্দের ‘শ্রীঅন্ন’তে জোর দিতে গিয়ে আদতে কমছে ডাল এবং তৈলবীজ চাষের এলাকা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কৃষিমন্ত্রক সূত্রে এমন তথ্য পাওয়া গিয়েছে। শুক্রবার জানা গিয়েছে, সার্বিকভাবে গতবারের চেয়ে এবার খরিফ চাষের এলাকা ৩ লক্ষ হেক্টর বেড়েছে। ধানের চাষ গতবারের চেয়ে বেড়েছে ১৬.২৩ লক্ষ হেক্টর বেশি। বাংলা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে এবার ৩৮৪ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। গতবার এই সময়ে যা ছিল ৩৬৭ লক্ষ হেক্টর। কিন্তু ডালের ক্ষেত্রে এবার এলাকা কমে গিয়েছে। ফলত ক্রমশ বাড়ছে দাম।