সারা দেশে ফের উজ্জ্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাফল্যে মুকুটে যোগ হল আরও একটি পালক। আজ মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত হয়েছিল ২৬তম ন্যাশনাল ই-গভর্নেন্স কনফারেন্স। ভারতের কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারকে ‘সুবিধা ভেহিকলস ফ্যাসিলিয়েশন সিস্টেম’-এর জন্য বিশেষ গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এই পুরস্কারটি দেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
উল্লেখ্য, পুরস্কারের সঙ্গে ১০ লক্ষ টাকার ক্যাশ পুরস্কারও দেওয়া হয়। উক্ত সিস্টেমটিতে পণ্যবাহী ট্রাকগুলির সীমানা অতিক্রম করতে এবং ক্ষয়ক্ষতির জন্য যে সময় লাগে, সেটা কমিয়ে আনে। বাংলায় ব্যবসায়িক সুবিধার উন্নতি এবং ব্যবসা করার সময় ও খরচ কমানোর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার অর্জন করেছে রাজ্য সরকার।