একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির। দলত্যাগের হিড়িক, গোষ্ঠীকোন্দল তো ছিলই। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এবার দলের প্রাক্তন রাজ্য কমিটির সদস্যকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক জেলা সভাপতির বিরুদ্ধে! জানা গিয়েছে, বসিরহাটের সাংগঠনিক জেলার বর্তমান বিজেপি সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য দীপক কুমার সরকার। তারপর তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দীপক। তাঁর অভিযোগ, তাপস ঘোষ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। গরুপাচার, নারীপাচার কারবারিদের সঙ্গে তাঁর যোগ রয়েছে। দলের নেতার এমন কাজকর্ম বিজেপিকে কালিমালিপ্ত করছে।
বিজেপি নেতা জানান, গত ১৬ অগস্ট তাপস ঘোষের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে সরব হয়েছিলেন। ওই দিন রাতেই ফোন করে তাঁকে প্রাণে মারা হুমকি দেন তাপস ঘোষ। এমনকী তাঁর স্ত্রী ঝর্ণা সরকার, ও ৯৫ বছরের বৃদ্ধা মাকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তাপস। এই ঘটনার পর থেকেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসের কাছে তাপস ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দীপক। এমনকী বিষয়টি তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে লিখিতভাবে জানিয়েছেন। পদ্ম শিবিরের ২ নেতার কলহ সামনে আসতেই কটাক্ষ করেছে শাসক দল। তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন, এখনও ক্ষমতায় আসতে পারেনি। তবু নিজেদের মধ্যে দলাদলি করে মরছে বিজেপি নেতারা।