চলতি বছরের ১৫ এপ্রিল তাঁর কান্দির বাড়িতে হাজির হয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। টানা ৬৫ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। সেই থেকে জেলেই রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার আদালত চত্বরে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তিনি। শুক্রবার আলিপুরের জজকোর্টে পেশ করা হয়েছিল জীবনকৃষ্ণকে।
আদালত থেকে বেরিয়ে ভ্যানে ওঠার মুখে তিনি বলেন, ‘এর আগে আপনারা তাঁকে দেখেছেন টিভিতে টাকা নিতে। যাঁকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সিবিআই দফতরে যাঁর ফোন আসে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না?’ তাঁর দাবি, ‘কেন্দ্রীয় এজেন্সিকে রোজ ফোন করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁকে তো নারদার টাকা কাগজে মুড়ে নিতে দেখা গেছিল, তাঁর বিরুদ্ধে কেন কোনও অভিযোগ হচ্ছে না, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না?’