উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি বেসরকারি স্কুলে এক শিক্ষিকার নির্দেশে ক্লাসের ৪০ জন পড়ুয়া চড় কষিয়েছেন মুসলিম সহপাঠীকে। ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল ওই ভিডিও। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, কান্নাকাটি করা সত্ত্বেও মুসলিম ওই পড়ুয়াকে রেহাই দেননি শিক্ষিকা।
যদিও ‘এখন খবর’ ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে সর্বভারতীয় রাজনীতিতে। বিজেপির বিরুদ্ধে স্কুলের বাচ্চাদের মধ্যেও জাতপাতের নোংরা রাজনীতির বীজ ছড়িয়ে দেওয়ার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা।
এবার এই প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে অবিলম্বে দেশ থেকে তাড়ানোর হুঁশিয়ারি দিলেন এরাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপিকে ‘নোংরা’, ‘বর্বর’, ‘অসভ্য’ দল বলে আক্রমণ করে ফিরহাদ বলেন, ‘গুলি মারো, কাট দো, মার দো- এই তো হল বিজেপির ভাষা! উত্তরপ্রদেশে একটি স্কুলে টিচার ক্লাসেরই একটা বাচ্চাকে দেখিয়ে বাকিদের বলছে- মুসলমান কা বাচ্চা হ্যায়! মারো! এই বাচ্চাটা কি শিখছে? ও বড় হয়ে কী করবে’?
জবাবও দিয়েছেন নিজেই। ফিরহাদ বলেন, ‘আজকে নরেন্দ্র মোদী জিতছেন। কিন্তু জাতপাতের এই কালচার, এটা দেশের পক্ষে মহামারী হয়ে দাঁড়াচ্ছে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিভাজন তৈরি করে দেশটার সর্বনাশ করে দিচ্ছে বিজেপি। এরা যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে চলে যায়, ততই ভাল’।