প্রয়াত হলেন কুস্তিগির ব্রে ওয়াট। ডব্লিউডব্লিউই খ্যাত এই তারকা কুস্তিগির মাত্র ৩৬ বছর বয়সেই চলে গেলেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে। টুইট করে সেই খবর জানিয়েছেন পল লেভেসকিউ, যিনি ‘ট্রিপল এইচ’ নামে পরিচিত। তিনি লেখেন, “কিছু ক্ষণ আগে ডব্লিউডব্লিউই-র হল ফেম মাইক রোটুন্ডা ফোন করে জানাল যে, উইনধাম রোটুন্ডা (পরিচিত ছিলেন ব্রে ওয়াট নামে) মারা গিয়েছে। হঠাৎ করেই মারা গিয়েছে সে। ওর পরিবারকে সমবেদনা জানাই।” প্রসঙ্গত, ওয়াট বেশ কিছু দিন ধরেই ডব্লিউডব্লিউই-র লড়াইয়ে অংশ নেন না। ২০০৯ সালে প্রথম বার দেখা গিয়েছিল তাঁকে। ২০২১-২২ সালে ওয়াটকে হঠাৎ করেই ছেড়ে দেন ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ।
উল্লেখ্য, তিন বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়াট। ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন দু’বার। ২০১৮ এবং ২০১৯ সালে অল্প কিছু দিনের জন্য ছুটি নিয়েছিলেন তিনি। ওয়াটের পরিবারের অনেকেই কুস্তিগির ছিলেন। তাঁর বাবা মাইক রোটুন্ডা ডব্লিউডব্লিউই-র হল অফ ফেমে জায়গা পেয়েছিলেন। ওয়াটের দাদু ব্ল্যাকজ্যাক মুলিগান পেশাদার কুস্তিগির ছিলেন। জানা গিয়েছে, কুস্তিগির ছিলেন তাঁর কাকা বেরি এবং কেন্ডল উইনধামও।