যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সুরক্ষা দেন, এবার সেই ‘রক্ষক’দের জন্য বড় পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে রাজ্য পুলিশ কর্মীদের বিমার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর-সহ বছরে মাত্র ২১৮ টাকা প্রিমিয়াম দিতে হবে। তাহলেই ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার আওতায় চলে আসবেন রাজ্য পুলিশের কর্মীরা।
প্রসঙ্গত, এমন সুবিধা আগে পেতেন না রাজ্য পুলিশের কর্মীরা। তাঁরা রাজ্য সরকারি কর্মী হিসাবে অন্যান্য অনেক সুবিধা পেয়ে থাকেন। কিন্তু দুর্ঘটনা ঘটলে বিমা এটা ছিল না। রাজ্য পুলিশের কর্মীরা ২১৮ টাকা প্রিমিয়াম দিয়ে একাধিক সুবিধা পেতে পারেন। এই বিমার মধ্যে ওই পুলিশ কর্মীদের ছেলেমেয়ের পড়াশোনার খরচ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া সবই রাখা হয়েছে।
দুর্ঘটনার কবলে পড়লেই পুলিশ কর্মীরা এই বিমার আওতায় আসবেন। আর পরিবারও সুরক্ষিত থাকবে। কর্মরত পুলিশ কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরাও এই বিমার সুবিধা পেতে পারেন। যদি তাঁরা চান তবেই। আবার পুলিশে কর্মরত গ্রুপ–ডি এবং মিনিস্ট্রেরিয়াল স্টাফরা এই সুবিধা পাবেন। তাতে লক্ষাধিক পরিবার উপকৃত হবেন। স্বাভাবিক ভাবেই মমতা সরকারের এই নয়া উদ্যোগে খুশি পুলিশ মহল।