হঠাৎই চাঞ্চল্য ছড়াল কাশীপুরে। পুলিশ আবাসনের ঘরে উদ্ধার হল এক ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ। বন্ধ ঘরে পুলিশের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজিত এলাকা। প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই ট্রাফিক সার্জেন্ট। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সকালে কাশীপুরে কাছে সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসনের এক ঘর থেকে উদ্ধার হয় সৌরভ দত্ত নামে ওই ট্রাফিক পুলিশের দেহ। সৌরভ ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কলকাতা পুলিশ।
সূত্র অনুযায়ী, সৌরভের বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। দিন কয়েক ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সৌরভ। সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি পোস্টেও সেই অবসাদের বিষয় ধরা পড়েছিল। এই অবসাদের কারণেই কি সৌরভ আত্মহত্যা করলেন? উঠছে প্রশ্ন। ক্রমশ রহস্য বাড়ছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন সৌরভ। যদি আত্মহত্যা করেন, তবে কেন করলেন, সেটারই তদন্ত করা হচ্ছে। আর যদি আত্মহত্যা না হয়ে থাকে, তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।