বৃহস্পতিবার ছিল পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আর সেখানেই এবার গুড্ডি ও জগদ্ধাত্রী সিরিয়ালের গান লেখা ও সুর দেওয়ার জন্য পুরস্কার পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই অ্যাওয়ার্ড গ্রহণ করতে চাননি মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গর, প্রতিবারের মতো এ বছরও পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ২০১৪ সাল থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। এবার মোট ৪১টি ক্যাটেগরিতে ৬৬ জনকে সম্মান জানানো হয়। যার মধ্যে ছিল খোদ মমতার নামও। তবে তাঁকে পুরস্কার দিতে চাওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। হাসির ছলে বিষয়টি এড়িয়ে যান মমতা।
গতকাল মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বাংলার টেলিভিশনের শিল্পীদের সারা ভারতবর্ষ থেকে ডাক পড়বে। তাঁরা সর্বগুণ সম্পন্ন। মুম্বইতে নিয়ে যাওয়া হয় আমাদের শিল্পীদের।’ তিনি এ-ও ঘোষণা করেন যে এ বছর থেকে নিয়মিত পুরস্কারের পাশাপাশি আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে।