আগামী ৩১ তারিখ রাখিবন্ধন উৎসব। আর সেদিনের জন্য এবার এক বিশেষ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যজুড়ে ১০ হাজার বাড়িতে রাখি বন্ধন করবে তারা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অবিচ্ছিন্ন বাঁধন’। যার ট্যাগ লাইন – ‘অবিচ্ছিন্ন বাঁধন/ রাখি বন্ধন হোক আরও শক্তিশালী’।
তৃণমূল মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কর্মসূচির কথা জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেন, রাজ্যের ৩৪১টি ব্লকের মধ্যে প্রতি ব্লকে ২০টি বাড়িতে হবে রাখিবন্ধন উৎসব। কলকাতা পুরসভা ১৪৪ টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ২০টি বাড়িকে রাখা হয়েছে এর আওতায়। হিসেব বলছে, ৫০ হাজার মেয়েকে রাখি পরানো হবে। সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই কর্মসূচি শুধুই নারীদের জন্য। এমনটাই জানা গিয়েছে মহিলা তৃণমূলের তরফে।