২টি সেমেস্টারে বোর্ড পরীক্ষা হলেও যে সেমেস্টারে বেশি নম্বর থাকবে সেই নম্বরকেই গণ্য করা হবে। সম্প্রতি কেন্দ্রের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। কিন্তু সিবিএসই, আইসিএসই এই নতুন নয়া নিয়ম কার্যকর করার কথা ঘোষণাও করে দিলেও কেন্দ্র নির্ধারিত এই নিয়ম মানতে নারাজ রাজ্য৷ দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার নিয়মে নয়া পাঠ্যক্রম চালু করা নিয়ে ভিন্নমত পোষণ করছে এ রাজ্যের শিক্ষা দফতর৷ সূত্রের খবর, ইতিমধ্যেই, এই বিষয় নিয়ে একপ্রস্থ বৈঠক করেছে রাজ্য।
শিক্ষা দফতর সূত্রের খবর, কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে এখনও একমত নয় রাজ্য! উচ্চ মাধ্যমিকের ২ টি সেমেস্টারের নম্বরকেই সমান গুরুত্ব দিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করতে চায় রাজ্য। তাই সিবিএসই, আইসিএসই বোর্ড সেই পথে হাঁটলেও রাজ্য তার সঙ্গে একমত নয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের মতে, ২ টো সেমেস্টারকেই সমান গুরুত্ব না দিলে পড়ুয়াদের মধ্যে পরীক্ষা দেওয়ার আগ্রহ কমে যেতে পারে। দুটি সেমেস্টারকেই ৫০-৫০ গুরুত্ব দিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করার পক্ষপাতী রাজ্য।