গত ২৩ অগস্ট সন্ধ্যায় চাঁদের বুকে সফল অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। আর এই সাফল্যের পরই বেনজির ঘটনা রাজ্য বিধানসভায়। ইসরোর গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে সেখানে আনা হল প্রস্তাব। দেশের মধ্যে এই প্রথম রাজ্য বিধানসভায় প্রস্তাব এনে ধন্যবাদ জানানো হল।
বৃহস্পতিবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘চন্দ্রযান আমাদের স্বপ্ন দেখিয়েছে৷ আমরা গর্ব করে বলছি, আমরা যা করি, বাকিরা আমাদের অনুসরণ করেন। ISRO আমাদের স্বপ্ন সত্যি করে দিয়েছে। আর এই কাজে একাধিক বাঙালি আছেন৷ তা আমাদের আরও গর্বিত করেছে৷ ল্যান্ডিংয়ের সময়টা আমরা দেখতে পাইনি৷ কারণটা আর বলছি না৷ একটু দুঃখ থেকে গিয়েছে৷’
চন্দ্রিমার মতোই গর্বপ্রকাশ করেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। তাঁর কথায়, ‘অত্যন্ত আনন্দের দিন৷ চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ নিয়ে আমরা উল্লসিত। তবে ল্যান্ডিং শেষ মুহূর্তে দেখা যায়নি৷ এটা ঠিক যে দেশে প্রথম এই বিধানসভায় প্রস্তাব আনা হল। ইসরো বিজ্ঞানীদের কাছে এটা পাঠানো হবে।’