একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। তবে গত জুলাইতে বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয় বিষ্ণুপদকে। অবশেষে ২৫ জুলাই প্রয়াত হন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর সেই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। দলের তরফে টিকিট পেলেন নির্মলচন্দ্র রায়।
জানা গিয়েছে, ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক নির্মলবাবু। রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি। এলাকায় ভাবমূর্তিও অত্যন্ত স্বচ্ছ। বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত সেই নির্মলচন্দ্র উপনির্বাচনে প্রার্থী হওয়ায় খুশি অনেকেই। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১৭ অগস্ট, আর প্রত্যাহারের ২১ অগস্ট। মাঝে ১৮ অগস্ট হবে স্ক্রুটিনি।
