বছরখানেক আগেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। চার বছর আগে ঘরের মাটিতে দেশকে বিশ্বকাপ জেতানোর পিছনে অন্যতম প্রধান ভূমিকা ছিল তাঁরই। আর এবার ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের আগে সেই বেন স্টোকসকেই অবসর ভেঙে ফেরাতে পারে ইংল্যান্ড। এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথু মট। জানিয়েছেন, স্টোকসকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের দলের অধিনায়ক জস বাটলারের উপর। সম্প্রতি বাঁ পায়ের চোট নিয়েও অ্যাশেজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। ০-২ পিছিয়ে থেকেও ২-২ ড্র করেছে ইংল্যান্ড। নিজের উপর থেকে চাপ কমানোর জন্যেই ১৩ মাস আগে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন তিনি। কিন্তু স্টোকসের অতীত অবদানের কথা মাথায় রেখে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আরও এক বার মাঠে নামার অনুরোধ করতে চায় তাঁকে।
এপ্রসঙ্গে ইংল্যান্ডের এক দৈনিকে কোচ মট বলেছেন, “সম্ভবত বাটলার নিজে থেকেই উদ্যোগ নিয়ে স্টোকসের সঙ্গে কথা বলবে। তবে স্টোকস নিজে ইচ্ছুক কি না সেটা আগে জানা দরকার। এখনও আমরা জানি না আগামী দিনে ও কী করবে। তবে আশাবাদী। আমি বার বারই বলেছি ওর বোলিং আমাদের কাজে লাগবে। পাশাপাশি ব্যাট হাতে এবং ফিল্ডার হিসাবেও দলকে প্রয়োজনীয় সাহায্য করতে পারে। মট আরও বলেছেন, “গোটা অ্যাশেজে ওকে দেখেছি। দারুণ নেতৃত্ব দিয়েছে। এক দিনের ক্রিকেটেও বছরের পর বছর ধারাবাহিক ভাবে ভাল খেলেছে। ওর অবদান কোনও ভাবেই অস্বীকার করা যাবে না।” উল্লেখ্য, স্টোকসকে ফেরানোর আরও একটি কারণ হল পেসার জফ্রা আর্চারকে নিয়ে অনিশ্চয়তা। চার বছর আগের বিশ্বকাপে সুপার ওভার করা এই বোলার এখনও চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলত স্টোকসকে পেলে ব্যাটে-বলে শক্তি বাড়বে ইংল্যান্ডের।
