অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকারের তাঁতবস্ত্র বিপণী ‘তন্তুজ’। দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। তাই নতুন সম্ভার আনতে কালনার তাঁতিদের কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকার শাড়ি কিনেছে তারা। সেখানেই বড় ঘোষণা করেছে তন্তুজ। এবার ৭০ থেকে ২২০ টাকায় শাড়ি বিক্রি করবে এই সংস্থা।পুজোর আগে তন্তুজ ‘দুয়ারে সরকারের’ মতো ‘দুয়ারে শাড়ি’ নামে একটি প্রকল্প চালু করতে চায়। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যাতে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই এই প্রকল্প চালুর কথা ভাবা হয়েছে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। রবিবার কালনার ধাত্রীগ্রাম তাঁত কাপড় হাটে গিয়েছিলেন তন্তুজের স্পেশ্যাল অফিসার তথা মন্ত্রী স্বপন দেবনাথ ও তন্তুজের আধিকারিকরা। সেখান থেকে শাড়ির গুণমান বিচার করে প্রায় ১৯৫২ টি শাড়ি কেনেন তাঁরা। ৫১ জন তাঁতির কাছ থেকে এই শাড়ি কিনেছে এই সমবায় সংস্থা। মোট শাড়ির অর্থমূল্য প্রায় ১৮ লক্ষ ১২ হাজার টাকা। শনিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরের তাঁত কাপড়ের হাটেও গিয়েছিলেন তন্তুজের কর্তারা। সেখানে থেকেও তাঁরা কাপড় কেনেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কালনা ১ ব্লকের ধাত্রীগ্রামের একটা বিশাল অংশের মানুষের জীবন-জীবিকা তাঁত শিল্পের উপর নির্ভরশীল। বাংলার তাঁত শিল্পকে চাঙ্গা করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। পুজোর আগে সরকার তাঁতিদের কাছ থেকে কাপড় কেনায় তাঁদের মুখে হাসি ফুটেছে। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কোভিড অতিমারীর জেরে সমস্যায় পড়েছিলেন তাঁতিরা। ২০২২ সালের শেষের দিক থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এবছর বাজার আবার উঠতে শুরু করেছে। মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, তাঁতিদের আর্থিক অবস্থার উন্নতির জন্য ক্যাম্প করে তন্তুজ শাড়ি কিনছে। কাপড়ের গুণমান দেখেই নেওয়া হচ্ছে। ক্রেতাদের সুবিধা দিতে অনলাইনেও পাওয়া যাবে এই সমস্ত শাড়ি। তাছাড়াও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের জন্যও পুজোর আগে নতুন প্রকল্প আনতে চলেছে সরকার। ‘দুয়ারে শাড়ি’ নামে এই প্রকল্পে ৭০ থেকে ২২০ টাকায় শাড়ি কিনতে পারবেন ক্রেতারা।