প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেন না প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর সঙ্গে প্রতারণা করে চলেছেন। এবার মোদীকে তোপ দেগে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর দাবি, এমন কয়েকটি স্পষ্ট কারণ রয়েছে যার ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় প্রধানমন্ত্রীর কথা আর কাজে মিল নেই।
ডেরেকের অভিযোগ, পিএম কেয়ার ফান্ড অস্বচ্ছ। তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র। তাঁর দাবি, চিনা সংস্থা থেকে প্রাপ্ত তহবিলের বিবরণ প্রকাশ করা হোক। তৃণমূল সাংসদ বলেন, দেশের মানুষকে দুর্দশায় ফেলে নোটবন্দি করেছিলেন মোদী। নোটবন্দির পর ৯৯ শতাংশ টাকা ফেরত এসেছে। অর্থাৎ যে উদ্দেশ্যে পর্যন্ত নোটবন্দি করা হয়েছিল তার উদ্দেশ্যই পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাঁর আরও অভিযোগ, করোনার সময়ে অপরিকল্পিত লকডাউন করে প্রধানমন্ত্রী মোদী লক্ষ লক্ষ গরিব মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিয়েছিলেন।
এমনকী তিনি এ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের বহুল প্রচারিত আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে ক্যাগের রিপোর্টেই উঠে এসেছে বেলাগাম দুর্নীতির অভিযোগ। ক্যাগ তাদের রিপোর্টে জানিয়েছে, ৭.৫ লক্ষ সুবিধাভোগীর তথ্য একটিমাত্র ফোন নম্বরের সঙ্গে যুক্ত। ডেরেকের কটাক্ষ, বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনজন গুরুত্বপূর্ণ এম রয়েছেন। প্রধানমন্ত্রী (পিএম) স্বরাষ্ট্রমন্ত্রী (এইচএম) এবং ওয়াশিং মেশিন (ডব্লুএম)। এই তিন এম-এর মাধ্যমে সরকার ভাঙার যে খেলা রাজ্যে রাজ্যে চলছে তার সর্বশেষ উদাহরণ মহারাষ্ট্র।