বড়সড় বিপাকে পড়লেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী জয়াপ্রদা। একটি পুরোনো মামলায় জয়াপ্রদাকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল চেন্নাইয়ের একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি জয়প্রদাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। চেন্নাইয়ে একটি সিনেমা হলের মালিক জয়াপ্রদা। সেখানকার কর্মীদের অভিযোগ ছিল তাদের ইএসআই এর টাকা মেটাননি হল মালিকরা। জয়াপ্রদার সঙ্গে হলের অন্য দুই মালিক রাম কুমার ও রাজা বাবুকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। প্রসঙ্গত, এই রাজাবাবু জয়াপ্রদার ভাই।
প্রসঙ্গত উল্লেখ্য, চেন্নাইয়ের ওই সিনেমা হলটি বর্তমানে বন্ধ রয়েছে। হলটি বন্ধ হয়ে যাওয়ার পরই কর্মীরা আদালতে যান। তাঁদের দাবি, হল মালিকরা তাদের বেতন থেকে কেটে নেওয়া ইএসআইএর টাকা সরকারের ঘরে জমা দেননি। সেই টাকা দেওয়া হোক। ১৯৯১ সালে থেকে ২০০২ পর্যন্ত বকেয়া টাকার পরিমাণ ৮,১৭,৭৯৪ টাকা। সেই টাকা মিটিয়ে দেওয়া নির্দেশ দেয় আদালত।কেরিয়ারের তুঙ্গে থাকার সময়েই ১৯৯৪ সালে জয়া প্রদা যোগ দেন তেলুগু দেশম পার্টিতে। একসময় রাজ্যসভা ও লোকসভার সদস্যও হন। ২০১৯ সালে তিনি যোগ দেন বিজেপিতে।