বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ফের ফুটে উঠল দলিত-নির্যাতনের অমানবিক দৃশ্য। মুরগির মাংস দেওয়ার বিনিময়ে টাকা চেয়েছিলেন জনৈক মাংস বিক্রেতা। অতঃপর সেই বিক্রেতাকে বেধড়ক মারধর করল একদল মদ্যপ যুবক। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তবে এখনও অভিযুক্তদের কাউকেই আটক করা যায়নি। জানা গিয়েছে, ওই দলিত মাংস বিক্রেতার নাম সুজন আহিরওয়ার। ললিতপুর জেলার নানা গ্রামে সাইকেলে চেপে মাংস বিক্রি করেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন মদ্যপ যুবক সুজনের কাছে মাংস চান। দাবি মতো মাংস দিয়েও দেন সুজন।
এরপর মাংসের দাম বাবদ টাকা চাইতেই বিপত্তির সূত্রপাত ঘটে। মদ্যপ যুবকের দল সাফ জানিয়ে দেয়, তারা মাংসের দাম দেবে না। দাম চাইতেই সুজনকে বেধড়ক মারধর শুরু করে মদ্যপ যুবকের দল। জুতো খুলে মারধর করতে থাকে সুজন নামে ওই দলিত যুবককে। গোটা ঘটনার ভিডিও করেন কয়েকজন পথচারী। তাঁদের মাধ্যমেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে দলিত যুবককে হেনস্থার এই ভিডিও। তবে সুজন নামে ওই যুবকের কোনও খবর এখনও মেলেনি। ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। তফসিলি জাতির বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও অভিযুক্তদের কাউকে আটক করা যায়নি বলেই খবর। উল্লেখ্য, কয়েকদিন আগেও উত্তরপ্রদেশে এক দলিত ব্যক্তিকে জোর করে চটি চাটানোর অভিযোগ উঠেছিল। তার পরেও এমন ঘটনার পুনরাবৃত্তি স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে ফেলেছে যোগীরাজ্যের প্রশাসনকে। ইতিমধ্যেই এ নিয়ে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সরব বিরোধীরা। নিন্দার ঝড় উঠেছে অন্যান্য মহলেও।