নতুন পালক যোগ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে। এবার হাতি সংরক্ষণে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক তরফ থেকে ‘গজগৌরব’ পুরস্কার পেলেন রাজ্যের বনকর্মীরা। শনিবার ‘বিশ্ব হস্তী দিবস’-এ জঙ্গলমহল আউশগ্রামের আলেফনগর বনসুরক্ষা কমিটিকে দেওয়া হয়েছে এই বিশেষ পুরস্কার। উড়িষ্যার ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে আউশগ্রাম বিটের বন-আধিকারিক হিমাংশু মণ্ডল এবং আলেফনগর বনসুরক্ষা কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। জানা গিয়েছে, এবছর কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পুরস্কার অর্জন করেছে একমাত্র বাংলাই।
এপ্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা বন দফতর সূত্রের জানা গিয়েছে, বনকর্মীদের পাশাপাশি বনসুরক্ষা কমিটিও খুব ভালো কাজ করেছে, যার ফলে এই স্বীকৃতি এসেছে। শুধু হাতি সংরক্ষণের ক্ষেত্রে নয়, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনসৃজনের ক্ষেত্রে আউশগ্রাম ভীষণ ভাল কাজ করেছে। জঙ্গলমহলের মধ্যে রেল বা সড়কপথে হাতির দল মাঝেমধ্যেই চলে আসে। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনায় হাতির মৃত্যু। তাই এসব রুখতে হাতির উপর নজরদারি প্রয়োজন। রাজ্য বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে লোকালয়ে হাতির দল চলে আসলে তাদের জঙ্গলে ফেরত পাঠাতে বিশেষভাবে তৎপর বনসুরক্ষা কমিটির সদস্যরা। ফলত হাতি বা স্থানীয় এলাকাবাসীরা তেমন ক্ষয়ক্ষতির মুখে পড়েননি। হাতির জন্য কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি আউশগ্রামের বুকে।