এবার কি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর অসন্তোষ দানা বাঁধছে পদ্মশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের? রাজনৈতিক মহলে জল্পনা তেমনটাই। প্রসঙ্গত, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর সম্ভবত এই প্রথমবার বিজেপির কোর কমিটির বৈঠকে গরহাজির থাকলেন শুভেন্দু। শনিবার সায়েন্স সিটিতে বিজেপির পঞ্চায়েত প্রার্থী এবং আক্রান্তদের নিয়ে বৈঠক করার পর রাতে নিউটাউনের এক হোটেলে কোর কমিটির বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বঙ্গ বিজেপির কোর কমিটির মোট সদস্য সংখ্যা ২৪। শনিবার রাতের বৈঠকে আমন্ত্রিত ছিলেন সেই ২৪ জনই।
উল্লেখ্য, বিরোধী দলনেতা একা নন, অনুপস্থিত ছিলেন বিজেপির কোর কমিটির আরও ৬ সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলও। ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, জন বারলা, জ্যোতির্ময় সিং মাহাতো এবং দেবশ্রী চৌধুরী। এই বৈঠক চলে রাত সাড়ে দশটা পর্যন্ত। বিজেপিতে যোগ দেওয়ার পর এর আগে কোর কমিটির সব বৈঠকেই যোগ দেন শুভেন্দু। তাঁর মতো প্রভাবশালী নেতা কেন হঠাৎ সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে হওয়া কোর কমিটির বৈঠকে সদলবলে গরহাজির থাকলেন, তা নিয়ি উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ বৈঠকেও অনুপস্থিত ছিলেন শুভেন্দু। যেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনওরকম বিবাদে জড়িয়ে পড়লেন শুভেন্দু? ক্রমশ ঘনীভূত হচ্ছে সংশয়।