গ্রেফতার করা হল সুদর্শন নিউজের রেসিডেন্ট এডিটর মুকেশ কুমারকে। হরিয়ানার নুহ এবং সংলগ্ন জেলায় সাম্প্রদায়িক হিংসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টের অভিযোগে গুরুগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যে গ্রেফতারির ঘটনাকে সুদর্শন নিউজের তরফে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে সংস্থা প্রাথমিকভাবে দাবি করেছিল যে মুকেশকে অপহরণ করেছে কয়েকজন দুষ্কৃতী।
গুরুগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে, মুকেশকে গ্রেফতার করেছে ইস্ট থানার সাইবার ক্রাইম বিভাগ। গত বুধবার তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩বি ধারা, ৪০১ ধারা, ৪৬৯ ধারা, ৫০৫১ (১) (সি) ধারা, এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬-সি ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-র (অতীতের টুইটার) মুকেশ অভিযোগ করেন যে গুরুগ্রামের পুলিশ কমিশনারকে লাগাতার ফোন করছে একটি বিদেশি মিডিয়া সংস্থা। নুহ ও সংলগ্ন এলাকায় যে হিংসা ছড়িয়েছে, সেই ঘটনায় হিন্দুদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য গুরুগ্রামের পুলিশ কমিশনারের উপর চাপ তৈরি করা হচ্ছিল। তারপর ডেপুটি পুলিশ কমিশনার এতটাই চাপে পড়ে যান যে হিন্দুদের পাকড়াও করা হতে থাকে বলে অভিযোগ করেন মুকেশ।