মোদী জমানায় দেশে ক্রমশই বাড়ছে ঘৃণাভাষণের ঘটনা। এবার তা নিয়েই ‘সুপ্রিম’ সতর্কতা পেল মোদী সরকার। দেশজুড়ে বাড়ছে ঘৃণাভাষণের ঘটনা। রাশ টানুন। শুক্রবার তাদের এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, শাহিন আবদুল্লা নামে এক সাংবাদিক সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন।
যেখানে তিনি আবেদন জানিয়েছিলেন, শীর্ষ আদালত যেন কেন্দ্রকে ঘৃণাভাষণ বন্ধে পদক্ষেপ করার নির্দেশ দেয়। কারণ এই ধরনে ভাষণে হিংসা ছড়ায়। যার ফলে দেশ জুড়ে কোনও সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়, তাঁদের মিটিং মিছিল বয়কট করা হয়। কয়েকদিন আগেই হরিয়ানার সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ছ’জন। এই প্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব খন্না ও এস ভি এন ভাট্টির বেঞ্চ জানায়, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকা উচিৎ। এর জন্য সকলকেই দায়িত্বশীল হতে হবে। তাই কোনও ক্ষেত্রেই ঘৃণাভাষণ কাম্য নয়।