গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। পূর্বের নির্দেশ অনুযায়ীই ২০০৯ সালের প্রাথমিক শিক্ষকের প্যানেলে থাকা প্রার্থীদের নিয়োগ-প্রক্রিয়া শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্যানেলে থাকা প্রার্থীদের ধরে-ধরে ডাকে নিয়োগের চিঠি পাঠানো শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মোট ১,৫০৬ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ২০০৯ সালে এই নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু মামলার কারণে সেই নিয়োগ আটকে ছিল। অবশেষে জট ছাড়িয়ে সেই প্রক্রিয়া শুরু করল জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে গত বছরই চাকরিপ্রার্থীদের এই প্যানেল প্রকাশ করে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডিপিএসসি।
প্রসঙ্গত, ডিপিএসসি-র তরফ থেকে গত বছরের নভেম্বর মাসে জানানো হয়েছিল, প্যানেল প্রকাশ করা হচ্ছে তবে কাউন্সেলিং হবে না। ২০০১ সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী ওই নিয়োগ হবে বলে জানানো হয়েছিল। নিয়োগপত্র প্রার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথাও বলেছিল ডিপিএসসি। সেই মতোই এবার নিয়োগ-প্রক্রিয়া শুরু করল পর্ষদ। এদিকে, প্রাথমিকের নিয়োগ-সংক্রান্ত একটি মামলায় এদিনই প্রকাশিত প্যানেল অনুযায়ী অবিলম্বে নিয়োগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার তাঁদের নির্দেশে জানিয়েছেন, আগামী ৩০শে আগস্টের মধ্যে ওইসব শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। মামলার পরবর্তী শুনানি ৩০শে আগস্ট। ওইদিনই নিয়োগ সম্পর্কে আদালতে বিস্তারিত রিপোর্ট দেবে পর্ষদ। সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।