ফের বেআব্রু হয়ে পড়ল বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা। এবার হাওড়ার সাঁকরাইলে বিজেপির টিকিটে জিতে তৃণমূলের সমর্থনে প্রধান হয়েই তৃণমূলে যোগদান করলেন নবনির্বাচিত প্রধান! দলবদলকারী প্রধান অঞ্জলি রামের দাবি, এলাকার উন্নয়নের জন্য এই পদক্ষেপ করেছেন তিনি। সাঁকরাইলের বাণীপুর ১ নম্বর পঞ্চায়েতে ১২টি আসন। তার মধ্যে ৬টি জেতে তৃণমূল, ৫টিতে বিজেপি, ১টিতে জেতে সিপিএম। শুক্রবার বোর্ড গঠনের সময় বিজেপি প্রার্থী অঞ্জলি রামকে প্রধান পদে সমর্থন জানায় তৃণমূল ও সিপিএম।
এরপর সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচিত হয়েই তৃণমূলে যোগদান করেন বিজেপির প্রধান। প্রধান নির্বাচিত হয়েই দলবদলের কারণ হিসাবে অঞ্জলি রাম বলেন, “এলাকার উন্নয়নের জন্য যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। এতে এলাকার গরিব মানুষের ভালো হবে। আমার ওপর কোনও চাপ ছিল না। যা হয়েছে তাতে সবার ভালো হবে।” এদিনের ভোটাভুটিতে উপ প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের জয়ী প্রার্থী। যার ফলে, কার্যত পুরো পঞ্চায়েতই চলে গেল তৃণমূলের দখলে।