রাজ্যের হাসপাতালগুলিতে আজকাল একটি দৃশ্য প্রায়শই লক্ষ্য করা যায়। ঠিকঠাকভাবে চিকিৎসা পরিষেবা না পেলে কিংবা কোনও কারণে রোগীমৃত্যুর ঘটনা ঘটলে ডাক্তারদের কাঠগড়ায় তোলেন রোগীর পরিবার। অনেকসময় ডাক্তারদের মারধর করার মতোও ঘটনা ঘটেছে। এই ধরনের অপমানজনক পরিস্থিতি এড়াতে এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মেডিক্যাল বোর্ড। রোগী বা রোগীর পরিবার ডাক্তারদের সঙ্গে অপমানজনক আচরণ করলে, চিকিৎসা পরিষেবা প্রদান করতে তাঁরা বিরত থাকতে পারেন। জানা গিয়েছে, রোগী বা রোগীর পরিবার ডাক্তারদের সঙ্গে অভদ্র আচরণ করলে সেটির রিপোর্ট জানাতে পারেন। আরএমপিতে নথিভুক্ত করা হতে পারে সেই রোগীদের নাম।
পাশাপাশি, প্রয়োজনে এই ধরনের রোগীদের অন্য কোথাও চিকিৎসার জন্য রেফার করতে পারেন চিকিৎসকেরা। এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে মেডিক্যাল বডি। এই প্রথম ডাক্তাররা এমন সুবিধা পাচ্ছেন। যেখানে তাঁরা রোগীদের অভদ্র আচরণকে ঠেকাতে পারবেন বলে মনে করছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। আরএমপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রোগীর পরীক্ষা বা চিকিৎসা করার আগে, তার কনসালটেশন ফি সম্পর্কে আগে রোগীকে অবগত করতে হবে। রোগীর কোনও কারণে সার্জারি করার পরিস্থিতি তৈরি হয় তাহলে আগেভাগে রোগীকে জানাতে হবে। রোগী যদি তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারেন, তাহলে তাঁকে পরিষেবা দিতে অস্বীকার করতেই পারেন ডাক্তাররা।