তিনদিন ধরে সংসদে ‘ইন্ডিয়া’ জোটের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় অবশেষে বুধবার বক্তব্য রাখতে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর দু’ঘণ্টার বক্তৃতায় ‘নামজপে’ সব রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন তিনি। মোট ৫৮ বার মোদীর নামজপ করেন শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সেকেন্ড ইন কম্যান্ডের মোদীর নামজপে অবাক দলেরই একাংশ। স্বাধীনতার পর থেকে সংসদে একজন মন্ত্রীর মুখে এতবার প্রধানমন্ত্রীর নাম আগে কখনও কেউ নিয়েছে বলে মনে করতে পারছেন না রাজধানীর রাজনৈতিক পর্যবেক্ষকরাও।
প্রসঙ্গত, সংসদে মোট ২ ঘণ্টা ৭ মিনিট বক্তব্য রাখেন শাহ। গত ন’বছরে মোদী সরকার কী কী করেছেন সেই তথ্য তুলে ধরেন সংসদে। আর তার মধ্যেই সকলকে অবাক করে মোদীর ‘নামজপে’ সকলকে ছাপিয়ে যান। দলেরই এক সাংসদ জানান, মোট ৫৮ বার মোদীর নাম মুখে এনেছেন শাহ। অর্থাৎ প্রতি আড়াই মিনিটে একবার! গত ন’বছরে দলের কোনও মন্ত্রী বা সাংসদ এতবার প্রধানমন্ত্রীর নাম একদিনে মুখে আনেননি। এ নিয়ে বিরোধীদের কটাক্ষ, বিজেপি এখন আর ক্যাডার ভিত্তিক দল নেই। ব্যক্তিকেন্দ্রিক দলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সরকার, দল ও সংঘকে নিয়ন্ত্রণ করছেন। তাই তাঁর নামজপে শাহকেও রেকর্ড গড়তে হচ্ছে।