সংসদে ফ্লাইং কিস ছুঁড়েছেন রাহুল গান্ধী। আর তা নাকি গিয়ে ‘লেগেছে’ ট্রেজারি বেঞ্চে বসে থাকা বিজেপির মহিলা সাংসদদের গায়ে! ব্যস, আর যায় কোথায়! হইহই পড়ে গেছে সংসদে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ‘অসভ্য ও নারীবিদ্বেষী’ বলে আক্রমণ করেছেন রাহুলকে।বিজেপির মহিলা সাংসদরা দল বেঁধে স্পিকারের ঘরে গিয়ে অভিযোগও জানিয়েছেন।
এসব বিতর্কের মাঝেই শিবরাজ সিংহ চৌহানের একটি ভিডিও ভাইরাল হল। তাতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের রেওয়াতে একটি রোড শো চলাকালীন জনতার উদ্দেশে এন্তার ফ্লাইং কিস ছুড়ছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এই রোড শো-তে কেন্দ্রীয় প্রকল্প ‘লাডলি বহনা যোজনা’র প্রচার করছিলেন তিনি, যাতে প্রায় সওয়া কোটি মহিলাকে তৃতীয় কিস্তিতে হাজার টাকা করে দেওয়া হয়েছে।
অবশ্য এমনটা এই প্রথম নয়। শিবরাজ সিংহ চৌহানকে এর আগেও ফ্লাইং কিস ছুড়তে দেখা গেছে জনসভায়। রাহুলকে নিয়ে ঘনিয়ে ওঠা বিতর্কের মাঝে ইতিমধ্যেই সেই পুরনো ফুটেজও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার রেওয়ার রোড শো-তে ফের একই কাণ্ড ঘটালেন শিবরাজ।
সাংসদ পদ ফিরে পাওয়ার পরে বুধবারই সংসদে প্রথম বক্তৃতা দেন রাহুল গান্ধী। তার পরে সংসদ ছেড়ে বেরোনোর সময়ে দেখা যায়, বিজেপি সাংসদদের উদ্দেশে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন তিনি। রাহুলের এ হেন আচরণ অবশ্য সংসদে একেবারে নতুন নয়। অনেকেরই মনে আছে, এর আগেও রাহুল গান্ধী ‘চোখ মেরেছিলেন’ সংসদে বসেই। সেটা ২০১৮ সাল। আর এক অনাস্থা প্রস্তাব বিতর্ক চলছিল। সে সময়েই আচমকা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেছিলেন এবং তারপর সতীর্থ সাংসদদের দিকে মুচকি হেসে চোখ টিপেছিলেন। তাঁর সেই ‘চোখ মারা’র ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় সেবার।