এ যেন উলট পুরাণ! কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতে এবার সিপিআই-এর সমর্থনে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল। শুধু তাই নয়। ক্ষুব্ধ বাম কর্মী-সমর্থকরা জয়ী সিপিআই প্রার্থীর কুশপুতুল দাহ করে বিক্ষোভও দেখালেন।
প্রসঙ্গত, বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি তৃণমূল এবং ১২ টি বিজেপি পেয়েছে। ১ টি পায় সিপিআই। ফলে এমন পরিস্থিতি তৈরি হয় যে সিপিআই-এর জয়ী প্রার্থী অনুপ মাইতি যাদের সমর্থন করবেন তারাই দখল করবে গ্রাম পঞ্চায়েত। অনুপবাবু সমর্থন করেছেন তৃণমূলকেই। যার ফলে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসে। অনুপ বাবুকে উপপ্রধান পদ দেওয়া হয় এবং প্রধান হন তৃণমূলের সুস্মিতা দাস। ঘটনায় ক্ষুব্ধ বাম কর্মী সমর্থকরা অনুপ মাইতির কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ দেখায়।