রাজ্যের মন্ত্রীর হাত ধরে বিজেপির দুই জয়ী সদস্য যোগ দিলেন তৃণমূলে। বাকুড়ার খাতড়া ব্লকের ঘটনা। ফলে ত্রিশঙ্কু পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস।
বাঁকুড়ার খাতড়া ব্লকের দহলা পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় পড়ে ছিল। আটজন সদস্যদের নিয়ে লটারির মাধ্যমে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। বিজেপির জয়ী প্রার্থীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার অর্থ তাঁরা তৃণমূল সদস্য হয়ে গেলেন।
এখানে ১৮ আসনের পঞ্চায়েত। আর এখানের ফলাফলে শাসকদল তৃণমূল কংগ্রেস পায় ৬টি আসন, বিজেপি পায় ৫টি আসন, সিপিএম পায় ৫টি আসন এবং ২টি আসনে জয়লাভ করে কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী। সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির দুই জয়ী প্রার্থীরা যোগ দেওয়ায় সংখ্যাটি দাঁড়াল ৮টি। তাই এখন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত বোর্ড গঠন করল।
বোর্ড গঠনের দিনই বিজেপির দুই জয়ী সদস্য রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।