সংসদে ‘ফ্লাইং কিস’ বিতর্কের হাত ধরে চর্চ্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার সংসদে ফ্লাইং কিস ছোড়েন রাহুল, এমনটাই অভিযোগ করেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি। অভিযোগ জানিয়ে স্পিকারকেচিঠি লিখেছেন বিজেপির মহিলা সাংসদরা। চিঠিতে অভিযোগ করা হয়েছে স্মৃতি ইরানির উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল। স্মৃতি ইরানি এবং ২১ জন বিজেপি সাংসদ একটি চিঠিতে স্বাক্ষর করে রাহুলের ‘ফ্লাইং কিসের’ বিরুদ্ধে অভিযোগ করেন। সেই ২১ জন সাংসদের মধ্যে অন্যতম অভিনেত্রী হেমা মালিনী।
কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জরদোশ সংসদ চত্বরে বলেন, লোকসভার স্পিকার ও চেয়ারপার্সনকে চিঠি লিখে তাঁরা জানিয়েছেন যে রাহুল যখন সংসদে ‘ফ্লাইং কিস’ করছেন, তখন স্মৃতি ইরানি তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। রাহুলের বক্তব্যের জবাব দিতে গিয়ে, স্মৃতি ইরানি ‘সংসদে চুমু’র অভিযোগ তুলে দাবি করেন, দেশের সংসদে এই ধরণের আচরণ আগে কখনও দেখা যায়নি। শুধু তাই নয়, এমন আচরণ রাহুল গান্ধীর ‘নারীবিদ্বেষী’ মনোভাবের পরিচয় বলেও আক্রমণ করেন তিনি।
এদিন সংসদের বাইরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন হেমা মালিনী। তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি রাহুল গান্ধীকে ফ্লাইং কিস দিতে দেখেছেন, যেটা তাঁরা কুরুচিকর বলে দাবি করছেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না। আমি দেখিনি। কয়েকটা কথা একদমই ঠিক বলেননি।’ তাঁর এই বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস লেখেন, ‘হেমা মালিনীজি কিছু দেখেননি কিন্তু সাজানো অভিযোগপত্রে উনি স্বাক্ষর করেছেন’।