বঙ্গের বুকে খানিকটা রাজনৈতিক জমি পাওয়ার পর থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ভোটের হাতিয়ার করেছে পদ্মশিবির। তবে তাতে লাভ হয়নি কিছুই। আগামী বছর লোকসভা নির্বাচন। তাই দুর্গাপুজোকে আবারও অস্ত্র করে নামতে চায় বিজেপি। লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বঙ্গ বিজেপির সাথে বৈঠকে বসেছিলেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। বিধানসভা ভিত্তিক একটি করে দুর্গাপুজো আয়োজনের নিদান দিয়েছেন সুনীল বনসল। প্রত্যেকটি ক্লাব দখল করে নিজেদের আয়ত্তে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন দরকারে আর্থিক সাহায্য করা হবে সেই সব ক্লাব গুলিকে নিজেদের আয়ত্তে আনতে। ২০১৯ সালে লোকসভা ভোটে ভালো ফল করে দুর্গাপুজো দখল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু বাংলার মানুষ তাতে সাড়া দেয়নি একেবারেই।
উল্লেখ্য, সেবছর বারোয়ারি পুজো কমিটি দখল নিতে না পারায় ইজেডসিসি’তে পার্টির তরফে দুর্গা পুজোর আয়োজন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ৩ বছর পুজো করে বন্ধ করে দেয় বঙ্গ বিজেপি। সুনীল বনসলের পুজো দখল নেওয়ার নিদান থাকলেও গেরুয়া শিবিরের এক নেতা জানান, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দিল্লীর নেতারা কথা বলেন না। দুর্গাপুজো দখল নেওয়া কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় রয়েছে গেরুয়াশিবিরের অন্দরেই।২০২১ বিধানসভা নির্বাচন ও ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পর এই দুর্গাপুজো দখল করার নীতি নিয়ে মানুষের মনে জায়গা করতে একেবারেই জায়গা করতে পারবে না বঙ্গ বিজেপি, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা।