আরও একবার চূড়ান্ত নারকীয়তার ঘটনা ঘটল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। যোগীরাজ্যের বরেলীর এক জঙ্গল থেকে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফতেহগঞ্জ পশ্চিম থানা এলাকায় একটি জঙ্গলে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ডাকা হয় ডগ স্কোয়াড এবং ফরেন্সিক দলকেও। আশপাশের কোনও থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। দেহটি পরীক্ষা করে ফরেন্সিক দল জানিয়েছে, ৩৬ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে মহিলার। ফলে পচনও ধরে গিয়েছে দেহে।
প্রসঙ্গত, ধর্ষণের পর মহিলাকে খুন করা হয়েছে বলেও ধারণা করছে ফরেন্সিক দল। মহিলার দেহ থেকে কিছুটা দূরে তাঁর চটি উদ্ধার হয়েছে। বরেলীর পুলিশ সুপার মুকেশকুমার সিংহ জানিয়েছেন, মহিলার দেহ দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটেনি বা খুনও করা হয়নি। অন্য কোথাও খুন করে মহিলার দেহ এই জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশের এলাকাতেও খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, জঙ্গল থেকে পচা গন্ধ আসায় তাঁরা ভেবেছিলেন, কোনও প্রাণীর মৃত্যু হয়েছে। কোথা থেকে গন্ধ আসছে তা দেখতে জঙ্গলে ঢুকতেই মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন। তার পরই তড়িঘড়ি পুলিশে খবর দেন তাঁরা। চলছে তদন্ত। উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যোগী প্রশাসন।