প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বারবার বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করে আসছে মোদী সরকার। আর একুশের বিধানসভা নির্বাচনে গোহারা হারের পর তো পদে পদে বাংলা এবং বাংলার মানুষকে বঞ্চিত করার পথে হেঁটে চলেছে গেরুয়া শিবির। এবার যেমন কেন্দ্রের কোপে রাজ্যের প্রবীণ নাগরিকরা। বাংলার প্রায় ১ লক্ষ প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা বন্ধ করে দিল তারা।
প্রসঙ্গত, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (এনএসএপি) অধীনে রাজ্যগুলিকে এই অর্থ দেয় কেন্দ্র। বাংলায় ১০০০ টাকার মধ্যে রাজ্য সরকার দেয় ৭০০ টাকা। বাকি ৩০০ টাকা দেয় কেন্দ্র। গত কয়েক বছর ধরে বাংলার কোটা ছিল ২০.৬৭ লক্ষ। এবার থেকে বাংলার ১৯.৭১ লক্ষ উপভোক্তার জন্য এনএসএপি’র টাকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ এক ধাক্কায় বাংলার এক লক্ষ প্রবীণের বার্ধক্যভাতা বন্ধ করে দিয়ে তাঁদের বিপদের দিকে ঠেলে দিল মোদী সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ না হওয়াকে অজুহাত দিলেও সেটা মানতে নারাজ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ সরকার। তিনি জানান, ‘বাংলার মানুষকে প্যাঁচে ফেলতে এটাও কেন্দ্রের এক কৌশল’।