এবার মুর্শিদাবাদের ইসলামপুরে শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। সেখানে বাম-কংগ্রেস-বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন ৬ জয়ী প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনের পরই যোগদানের হিড়িক শুরু হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। বুধবার আবারও মুর্শিদাবাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ৪ বিজেপি , ১ কংগ্রেস এবং ১ সিপিআইএম জয়ী প্রার্থী রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।
প্রসঙ্গত, আগামী ১১ই আগস্ট ইসলামপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠিত হবে। বিধায়ক সৌমিক হোসেন বলেন, কোন ঘরের মধ্যে বা বদ্ধ জায়গায় এই যোগদান করানো হয়নি। যাতে বিরোধীরা ভয় দেখানো বা অপহরণের কোন অপবাদ দিতে না পারে। খোলা আকাশের নিচে জনপ্রিয় এই জয়ী প্রার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে যোগদান করানো হয়েছে। সৌমিকবাবু দাবি করেন যে, নতুন জয়ী প্রার্থীরা যোগ দেওয়ায় তাদের প্রার্থী সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮-য়। আরও চারজন অন্যান্য দলের প্রার্থী নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন বিধায়ক। যা স্বাভাবিকভাবেই মাথাব্যথা বাড়াচ্ছে বিরোধী দলগুলির।