অপেক্ষা ছিল। সাংসদ পদ ফিরে পাওয়ার পর সংসদে কবে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী? অবশেষে বুধবার লোকসভায় অনাস্থা বিতর্কে কংগ্রেস নেতাকে বক্তব্য রাখতে দেখা গেল। আর সেখানেই মণিপুর প্রসঙ্গে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাঁকে।
প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে তিনি তাঁর সঙ্গে তুলনা করলেন ‘অহঙ্কারী রাবণে’র।
রাহুল বলেন, ‘লঙ্কায় আগুন হনুমান লাগায়নি। রাবণের অহঙ্কারই সেই আগুন লাগিয়েছিল’। তিনি তোপ দেগে বলেন, ‘গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন মোদী।‘
তাঁকে মোদির উদ্দেশে বলতে শোনা যায়, ”আপনি ভারতমাতার রক্ষাকর্তা নন। আপনি ভারত মাতার খুনি। আমার এক মা এখানে বসে রয়েছেন। অন্য মা’কে আপনি খুন করেছেন মণিপুরে। ভারতীয় সেনা মণিপুরে একদিনে শান্তি ফেরাতে পারে। কিন্তু আপনি তাদের ব্যবহার করছেন না। আপনি চান আমাদের সেনারা মারা যাক। যদি ভারতের হৃদধ্বনি প্রধানমন্ত্রী না শোনেন, তাহলে কার কথা শুনছেন তিনি’?
এদিন রাহুলের বক্তৃতার সময় উত্তাল হয়ে ওঠে কক্ষ। কংগ্রেস সাংসদ বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য মণিপুর ভারতের অংশ নয়’। তাঁর এমন কথায় হইচই শুরু করেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুলের বক্তৃতার মধ্যে বাধা দেন। সেই সঙ্গে দাবি করতে থাকেন রাহুলকে ক্ষমা চাইতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও রাহুলকে কটাক্ষ করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আপনি মোটেই ইন্ডিয়া নন। কারণ ইন্ডিয়া দুর্নীতিগ্রস্ত নয়’।