নীচে বসে পড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বলার মুরোদ নেই তোর। এরপর আর কিছু বললে তোর মুরোদ আমি দেখে নেব! এবার সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় ঠিক এই ভাষাতেই শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ সাওয়ান্তকে অপমান করলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। প্রাক্তন সতীর্থর উদ্দেশে ‘তুই তোকারি’ করেন তিনি। পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে তাঁকে থামাতে হয় লোকসভার চেয়ারে থাকা রাজেন্দ্র আগরওয়ালকে।
এদিকে অরবিন্দ সাওয়ান্তের সঙ্গে এভাবে কথা বলার জেরে বিরোধী সাংসদদের তোপের মুখে পড়েছেন নারায়ণ রাণে। মন্ত্রীর মেজাজ হারানোর ঘটনাটি টুইট করে আম আদমি পার্টি লিখেছে, ‘মোদীজির মন্ত্রী নারায়ণ রাণে গলির গুন্ডাদের ভাষায় ধমক দিচ্ছেন সংসদেই। মোদী সরকারকে কোনও প্রশ্ন করলে বিরোধী সাংসদদের অবিলম্বে সাসপেন্ড করে দেওয়া হয়। এভাবে সংসদে অভদ্র ভাষা প্রয়োগের জন্য কি বিজেপি এই সাংসদকে সাসপেন্ড করবে?’
অন্যদিকে, উদ্ধবপন্থী শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে লিখেছেন, ‘এই ভদ্রলোক একজন সাংসদ। তিনি সংসদে দাঁড়িয়ে নিজের সরকারের স্ট্যান্ডার্ড দেখাচ্ছেন। কত নীচে নামতে পারে এই সরকার।’ এদিকে ঘটনা প্রসঙ্গে অরবিন্দ সাওয়ান্ত নিজে সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন, ‘তিনি আমাদের কি হিন্দুত্ব শেখাবেন??? হিন্দু ধর্মের কেউ পালিয়ে যান না। মণিপুর নিয়ে সিট গঠন করল সুপ্রিম কোর্ট, তখন কোথায় ছিল সরকার? সুপ্রিম কোর্ট সরকারকে থাপ্পড় দিয়েছে, তারপরও আপনাদের লজ্জা নেই? এখনও কিছু মনে হচ্ছে না?’