আজ বুধবার বিশ্ব জনজাতি দিবস। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন টুইট করে মমতা লেখেন, ‘সকলকে বিশ্ব জনজাতি দিবসের শুভেচ্ছা। আমরা আদিবাসীদের সংস্কৃতি, ঐতিহ্যকে উদযাপন করি। আদিবাসীদের নিয়ে একসঙ্গে চলার অঙ্গীকার করি আমরা। জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই আদিবাসীদের অধিকার রুক্ষ করুন। জয় জোহার।’
টুইট করে অভিষেক লেখেন, ‘আজ বিশ্ব জনজাতি দিবসে আমরা বাংলার অগ্রগতি এবং বৈচিত্রের জন্য জনজাতিদের অবদানকে কুর্নিশ জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা আদিবাসীদের অধিকার রক্ষা করব।’
উল্লেখ্য, মঙ্গলবার বিকালেই ঝাড়গ্রামে গিয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গানে গানে তাঁকে স্বাগত জানিয়েছেন রামকৃষ্ণ সারদা পীঠের মেয়েরা। এরপর তিনি যান ঝাড়গ্রাম রাজবাড়িতে। মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ ও অন্যান্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁর। এছাড়া জাকাত মাঝি পরগনার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি।