লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে বহুলবিতর্কিত অর্ডিন্যান্স বিল। রাজধানীর প্রশাসনিক ক্ষমতা কায়েম করতে মোদী সরকারের আনা এহেন বিলের বিরুদ্ধে সংসদের দুই কক্ষে ভোট দেওয়ার জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন আম আদমি সুপ্রিমো তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মোদী সরকারের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টার বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান দেশের মানুষ যুগের পর যুগ মনে রাখবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। গত শুক্রবার লোকসভায় দিল্লীর আমলাদের নিয়ন্ত্রণ নিয়ে মোদী সরকারের আনা বিল পাশ হয়েছিল। গত সোমবার রাজ্যসভাতেও ওই বিল পাশ করিয়ে নিতে সফল হয়েছে কেন্দ্র। এখন রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে ওই বিল।
প্রসঙ্গত, রাজনৈতিক দ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে দিল্লীর বিতর্কিত বিলের বিরুদ্ধে সংসদের দুই কক্ষে ভোট দেওয়ার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার চিঠি দিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। “বিতর্কিত দিল্লী সেবা বিলের বিরোধিতা করা এবং ভোট দেওয়ার জন্য দু’কোটি দিল্লীবাসীর পক্ষ থেকে আপনাকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। শুধু সংসদেই নয়, সংসদের বাইরেও দিল্লির মানুষের স্বার্থে আপনার লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। সংবিধানের প্রতি আপনার দায়বদ্ধতা যুগের পর যুগ মানুষ মনে রাখবে। যারা সংবিধানকে পদদলিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ভবিষ্যতেও আপনার সহযোগিতা পাব বলে আশা রাখছি”, উক্ত চিঠিতে জানিয়েছেন কেজরিওয়াল।