অনাস্থা বিতর্কের আলোচনায় মোদীকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। উঠে এল মণিপুর থেকে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ। সংসদে বক্তব্যের শুরুতেই রাহুল গান্ধী বলেন, ‘আজ মাথা দিয়ে নয়, মন দিয়ে কথা বলব। শাসকদলকে কটাক্ষের সুরে তিনি বলেন, আজ এত আক্রমণ করব না। আপনারা নিশ্চিন্তে থাকুন’।
মণিপুর নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি মণিপুর গিয়েছিলাম। প্রধানমন্ত্রী যাননি। কারণ, মণিপুর তাঁদের কাছে ভারত নয়। আজ মণিপুর দুটো ভাগ হয়ে গিয়েছে। আমি মণিপুরে ক্যাম্পে গিয়ে মহিলাদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে কথা বলেছি। যেটা আমাদের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত করেননি’।
ইন্ডিয়া জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত হল এই দেশের মানুষের কন্ঠস্বর, দুঃখ, অভাব। ভারত এই দেশের সমস্ত লোকের আওয়াজ। আমি ওই আওয়াজ শুনতে চাই। সমস্ত ঘৃণা, অহঙ্কার শেষ করতে চাই’।
ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে রাহুল বলেন, ‘যখনই আমি ভেঙে পড়েছি, কোনও না কোনও শক্তি আমার কাছে এসেছে। ৮ বছরের একটি মেয়ে আমার সঙ্গে একটি মেয়ে দেখা করেছিল, একটি চিরকুট দিয়েছিল। তার মধ্যে লেখা ছিল, রাহুল আই অ্যাম ওয়াকিং উইদ ইউ। আমার পায়ের চোট তার শক্তিতে ঠিক হয়ে গিয়েছিল’।