আরও বিপাকে পড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে এবার সেলিমকে আইনি নোটিশ পাঠালেন অভিষেকের আইনজীবী। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বাম নেতার পোস্টে অভিষেকের সম্মানহানি হয়েছে। সেলিমের করা সমস্ত অভিযোগের প্রমাণ দাখিলের দাবি জানিয়েছেন তিনি। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে টুইটারে তিনি লিখেছেন, “সাংসদ ওরফে মাফিয়া ডন কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির মতো একাধিক অপরাধে অভিযুক্ত নিউইয়র্ক থেকে সেলফি পোস্ট করছেন। দেশ থেকে পালিয়েছেন। আর তাতে সাহায্য করেছেন তাঁর বিজেপির ‘বস’রা।”
এখানেই থেমে থাকেননি সেলিম। তাঁর সংযোজন, “অসদুপায়ে প্রাপ্ত অর্থ পাচার করতে ১৫ জন বিদেশি ‘পতিতা’র অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে।” সেলিমের ব্যবহার করা ওই অশালীন শব্দ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়ে যায়। ঘরে বাইরে আক্রমণের মুখে পড়েন সেলিম। সব চাপের মুখে শেষে নিজের ভুল শুধরে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। দুঃখপ্রকাশ না করলেও মঙ্গলবার সাতসকালে ফেসবুক পোস্টের মাধ্যমে টুইটের ভুল শুধরে নিয়েছেন সেলিম। তবু শেষরক্ষা হয়নি। বুধবার সকাল থেকে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান যৌনকর্মীরা। সিপিএম নেতার মন্তব্যে তাঁরা যে রুষ্ট, তা স্পষ্ট করে দিয়েছেন। “মহম্মদ সেলিমের মন্তব্যে কষ্ট পেয়েছি। রাজনৈতিক নেতারা আমাদের সম্মান দিন”, জানিয়েছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির কেন্দ্রীয় সম্পাদক বিশাখা নস্কর।