এবার প্রাণনাশের হঁশিয়ারি দেওয়া হল কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। অভিযুক্ত দুই জনকে সোমবার গ্রেফতার করে কসবা থানার পুলিশ। তবে তার বিস্তারিত নাম, পরিচয় প্রকাশ্যে আসেনি। সুশান্তবাবু জানিয়েছেন, রাজনৈতিক শত্রুতার জন্যই তাঁকে কেউ বা কারা এভাবে হুমকি দিচ্ছে। নিরাপত্তা নিয়ে আশঙ্কা করে তিনি সঙ্গে সঙ্গেই পুলিশের দ্বারস্থ হয়েছেন। রবিবার বিকেল নাগাদ কলকাতা পুরসভার ১০৮ নম্বরের তৃণমূল কাউন্সিলর জানান, তাঁকে ফোন করে কেউ বা কারা প্রাণনাশের হুমকি দিয়েছে। যদিও কী কথোপকথন হয়েছে, তা তিনি প্রকাশ করেননি। তাঁর সন্দেহ এলাকার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু, হাতকাটা বুদ্ধুর দিকে।
ঘটনার পর রাতেই কসবা থানার দ্বারস্থ হন সুশান্ত ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার ২ জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন সোনা পাপ্পু। সে-ই মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। তার ঘনিষ্ঠরা সুশান্ত ঘোষকে ফোনে খুনের হুমকি দিয়েছেন। ধৃতদের অপরজন হাতকাটা বুদ্ধু বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কসবা এলাকার ত্রাস এই সোনা পাপ্পু। একাধিক সমাজবিরোধী কাজকর্মের জন্য গ্রেফতার হয়ে কারাদণ্ড ভোগ করেছে এই যুবক। কিন্তু তারপরও এধরনের কার্যকলাপ চালিয়ে গিয়েছে সে। আজ উক্ত দুই ধৃতকে পেশ করা হবে আদালতে।