সৌদি লিগে চমৎকার ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাজা কাসাব্লাঙ্কাকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। দলের হয়ে ম্যাচের প্রথম গোল করেছেন সিআরসেভেন। এদিন খেলা শুরুর ১৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন রোনাল্ডো। রক্ষণ থেকে বাঁ প্রান্তে বল পান ট্যালিস্কা। ব্রাজিলীয় ফুটবলার দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে রোনাল্ডোর জন্য বল সাজিয়ে দেন। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। গোল করা পরে দেখা যায় তাঁর চিরপরিচিত ‘সিউউউ’ কায়দায় উল্লাস। সেই কায়দায় উল্লাস করতে দেখা যায় রোনাল্ডোর নতুন সতীর্থ সাদিয়ো মানেকেও।
উল্লেখ্য, এদিন একটি গোল পেতে পারতেন রোনাল্ডো। এক বার তাঁর বল পোস্টে লেগে ফিরে আসে। তাতে অবশ্য দলের জিততে কোনও সমস্যা হয়নি। কারণ, ২৯ মিনিটের মাথায় আল ঘান্নাম ও ৩৮ মিনিটে সেকো ফোফানা গোল করে দলকে ৩-০ এগিয়ে দেন। ৪১ মিনিটে আল নাসেরের আব্দুল্লা মাদু আত্মঘাতী গোল করলেও শেষ পর্যন্ত ৩-১ জিতে সেমিফাইনালে যায় আল নাসের। কয়েক দিন আগে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিরুদ্ধে মরসুমের প্রথম গোল করেছেন রোনাল্ডো। সেই সঙ্গেই নজির গড়েছেন তিনি। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে এত দিন হেডে গোল করার নিরিখে সবার উপরে ছিলেন জার্মানির গার্ড মুলার। হেডে ১৪৪টি গোল করেছিলেন তিনি। আল নাসেরের হয়ে হেডে নিজের ১৪৫তম গোল করেন রোনাল্ডো। ম্যাচের ৭৪ মিনিটে গোল করেন তিনি। ডান দিক থেকে ভাসানো ক্রসে শূন্যে শরীর ঝাঁপিয়ে হেড করেন তিনি। রোনাল্ডোর নিখুঁত হেড বাঁচাতে পারেননি গোলকিপার। বল জড়িয়ে যায় জালে।