সাংসদ পদ ফিরে পেয়েছেন। চারমাস পরে হাসিমুখে সংসদের অধিবেশনেও যোগ দিয়েছেন। তারপরেই টুইটারে নিজের বায়ো বদলে ফেললেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, ২ বছরের কারাদণ্ড পাওয়ার জেরে খারিজ হয়েছিল কংগ্রেস নেতার সাংসদ পদ। তারপরেই টুইটারের বায়ো পাল্টে দিয়েছিলেন তিনি। তবে চারমাস পরে ফের নতুন করে টুইটারে নিজের পরিচয় লিখলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
সোমবার সকালেই লোকসভার সচিবালয় জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই বাদল অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছন রাহুল। সঙ্গে ছিলেন তাঁর মা সোনিয়া গান্ধীও। গাড়ি থেকে নেমে হাসিমুখে সাংবাদিকদের দিকে হাত নাড়েন তিনি। তবে কোনও কথা বলতে চাননি। তারপরেই দেখা যায়, টুইটারের বায়ো পালটে ফেলেছেন ওয়ানড়ের কংগ্রেস সাংসদ। প্রসঙ্গত, পদ খারিজ হওয়ার পরে তাঁর বায়োতে লেখা ছিল, “ডিস’কোয়ালিফায়েড সাংসদ”।
সোমবার নিজের বায়ো পালটে রাহুল লেখেন, “রাহুল গান্ধীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য ও সাংসদ। অন্যদিকে, রাহুলের সাংসদ পদ ফেরতের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন কংগ্রেস নেতা-কর্মীরা। সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে বলেন, ‘এই সিদ্ধান্তে স্বস্তি পাবেন ওয়ানড়ের সাধারণ মানুষ। আর যে ক’টা দিন বিজেপি ও মোদী সরকার ক্ষমতায় রয়েছে, তাদের উচিত বিরোধী নেতাদের হেনস্তা না করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা’।