মোদী পদবি নিয়ে মানহানি মামলায় চলতি বছরের ২৩ মার্চ সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের সাজা শোনায়। এর পরদিনই, ২৪ মার্চ জনপ্রতিনিধি আইনের অধীনে তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়।সরকারি বাসভবনও ছাড়তে বাধ্য হন রাহুল। তবে পাঁচ মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে সেই রায়ের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়। আর তারপরই রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজই তিনি তা ফিরে পেতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷
কারণ শীর্ষ আদালতের নির্দেশ সহ রাহুলের সাংসদ ফেরানোর জন্য প্রয়োজনীয় সব নথিই লোকসভার অধ্যক্ষের দফতরে জমা পড়ে গিয়েছে৷ এখন শুধুমাত্র অধ্যক্ষ ওম বিড়লা সেই আবেদনে সম্মতি জানিয়ে সই করলেই ফের সংসদে ফিরতে পারবেন কংগ্রেসের শীর্ষ নেতা৷ আজই সেই প্রক্রিয়া সম্পন্ন হলে আগামিকাল থেকে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সংক্রান্ত আলোচনার সময়ও সংসদে উপস্থিত থাকতে পারবেন রাহুল৷ সূত্রের খবর, রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া অযথা দেরি হলে কংগ্রেস নেতৃত্ব ফের আদালতের দ্বারস্থও হতে পারে৷ বিষয়টি নিয়ে সংসদে সরব হতে পারে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিও৷