এবারের পঞ্চায়েত ভোট পর্বে শুরু থেকেই ‘প্রতিরোধের’ নামে তৃণমূলকে নিশানা করে হামলার ঘটনা ঘটেছে দিকে দিকে। ভোটের ফলপ্রকাশের পরেও থামেনি রাজনৈতিক হিংসা। যার বলি হয়েছেন শাসক দলের বহু নেতা-কর্মীই। এবার কোচবিহারের মাথাভাঙায় খুন হলেন তৃণমূল কর্মী। মৃতের পরিবারেরর তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা-২ নম্বর ব্লকের পুঁটিমারি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দুলাল বিশ্বাস। রবিবার রাতে গ্রামের এক মাঠে তৃণমূল কর্মীদের পিকনিক ছিল। সেখানেই গিয়েছিলেন দুলাল। কিন্তু পিকনিক থেকে আর বাড়ি ফেরেননি। বাড়ির সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। শেষপর্যন্ত বাড়ি থেকে কিছুটা দূরে একটা জমির পাশ থেকে দুলালের দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। পরিবারের অভিযোগ, তৃণমূল করে বলেই তাঁদের ছেলেকে খুন করেছে বিজেপি। এদিকে, ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।