রবিবার দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে কালনাতেও ‘অমৃত ভারত স্টেশন প্রকল্পে’র আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রকল্পের কাজের জন্য কালনা স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিস ধরিয়েছে রেল। এর প্রতিবাদেই অনুষ্ঠান বয়কট করলেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা উন্নয়নের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। কিন্তু গরিবের পেটে লাথি মেরে উন্নয়ন আমরা মেনে নেব না। আমরা চাই যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, তাদের উপযুক্ত পুনর্বাসন দিয়ে স্টেশনের আধুনিকীকরণ হোক।’
উল্লেখ্য, কালনা স্টেশন সংলগ্ন এলাকায় পঞ্চাশের কাছাকাছি চা, পান, হোটেল, মিষ্টি, রেস্টুরেন্ট, মনোহারি দোকান রয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য তাদের সকলকেই উচ্ছেদের নোটিস ধরিয়েছে রেল। ওই ব্যবসায়ীরা বলছেন, ‘এখানে দীর্ঘদিন ধরে আমরা ব্যবসা করছি। এই আয়ের টাকাতেই আমাদের সংসার চলে। উঠিয়ে দিলে আমরা খাব কী? তাই রেলের কাছে আবেদন, অল্প হলেও আমাদের জন্য কিছুটা করে জায়গা দিয়ে স্টেশনের উন্নতি হোক।’ কালনার অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব রেলের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস মুখোপাধ্যায়। পুনর্বাসনের দাবি প্রসঙ্গে তিনি জানান, এখনই এ ব্যাপারে কিছু বলতে পারব না।