এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ফের জয়ের পথে ফিরল ভারতীয় দল। জাপানের বিরুদ্ধে ড্রয়ের ধাক্কা কাটিয়ে রবিবার মালয়েশিয়াকে তারা ৫-০ গোলে হারিয়ে দিল তারা। গ্রুপের শীর্ষে চলে গেলেন হরমনপ্রীত সিংহেরা। ভারতের হয়ে গোলগুলি করেছেন কার্তি সেলভম, হার্দিক সিংহ, হরমনপ্রীত, গুরজন্ত সিংহ এবং যুগরাজ সিংহ। গ্রুপের শীর্ষে চলে যাওয়ায় সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল ভারত। এদিন প্রথম থেকেই আগ্রাসী খেলতে শুরু করে ভারত। একাধিক বার মালয়েশিয়ার বক্সে ঢুকে পড়ে তারা। বেশ কিছু সুযোগও তৈরি হয়। ভারতের খেলোয়াড়দের আটকাতে গিয়ে সবুজ কার্ড (২ মিনিটের জন্যে মাঠের বাইরে) দেখেন মালয়েশিয়ার ফিত্রি সারি।
ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ দিকে হরমনপ্রীতের পাস থেকে ভারতের প্রথম গোল কার্তির। দ্বিতীয়ার্ধের শুরুতে ভারতের বিবেক সাগর সবুজ কার্ড দেখলেও ভারতের আগ্রাসন কমেনি। দু’টি সহজ সুযোগ নষ্ট হয়। কিন্তু মালয়েশিয়া কোনওমতে ঠেকিয়ে রাখার ব্যবধান বাড়েনি। তবে তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ভারত এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের শট প্রতিহত হলেও গোল করেন হার্দিক। ৪২ মিনিটে পর পর তিনটি কর্নায় পায় ভারত। তৃতীয়টি থেকে গোল করেন হরমনপ্রীত। ৫৩ মিনিটে হার্দিকের অ্যাসিস্ট থেকে গোল করেন গুরজন্ত। ভারতের পঞ্চম গোল পেনাল্টি কর্নার থেকে যুগরাজের। সোমবার ভারত মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।