হঠাৎই আগুন লাগল দিল্লীর এইমস হাসপাতালে। আজ, সোমবার বেলার দিকে এমসের এন্ডোস্কোপি বিভাগে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন। দিল্লীর দমকল সূত্রে খবর, কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, দিল্লীর এইমসের এন্ডোস্কোপি বিভাগটি দোতলায়। এন্ডোস্কোপি বিভাগের ঠিক নীচেই হাসপাতালের জরুরি বিভাগ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ বেলা ১২টা নাগাদ জরুরি বিভাগ থেকেই আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। সেই সঙ্গে ভর্তি থাকা রোগীদেরও নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়। হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দমকলের ছ’টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। সূত্রের খবর, আরও দু’টি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এমসের তরফেও জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন হাসপাতালের ডিরেক্টর।