এবারের পঞ্চায়েত ভোট পর্বের শুরু থেকেই অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। একাধিক হিংসার ঘটনা ঘটেছে সেখানে। আর তাই দক্ষিণ ২৪ পরগনার এই এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য আলাদা ডিভিশন তৈরিরও পরামর্শও দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যেমন কথা তেমন কাজ। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেকই ভাঙড় ও কলকাতা লেদার কমপ্লেক্সের তিনটি থানা ভেঙে নতুন ন’টি থানা তৈরি করছে লালবাজার। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সেই সঙ্গে, এই ন’টি থানা নিয়ে যে নতুন ডিভিশন চালু হচ্ছে, তার মানচিত্রও প্রকাশ করেছে কলকাতা পুলিশ। জানা গেছে, নতুন এই ডিভিশনটির প্রস্তাবিত নাম ইস্টার্ন মেট্রোপলিটন ডিভিশন। লালবাজার সূত্রের খবর, নতুন ন’টি থানা হল, কলকাতা লেদার কমপ্লেক্স, হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, নারায়ণপুর, ভাঙড়, বোদরা ও চন্দনেশ্বর। এর মধ্যে কলকাতা লেদার কমপ্লেক্স থানার আওতায় থাকছে ১৩টি মৌজা, হাতিশালা থানার আওতায় ১৯টি, পোলেরহাট থানার আওতায় ১০টি, উত্তর কাশীপুর থানার আওতায় ১৫টি, বিজয়গঞ্জ বাজার থানার আওতায় ১১টি, নারায়ণপুর থানার আওতায় ১৭টি, ভাঙড় থানার আওতায় ১৯টি, বোদরা থানার আওতায় ২০টি ও চন্দনেশ্বর থানার আওতায় ২০টি মৌজা।